ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা সম্পন্ন
প্রকাশ :

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে তার নামাজে জানাজা হয়। এতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা, আইনজীবীরা অংশ নেন।
জানাজা শেষে ব্যারিস্টার রফিক-উল হককে বনানী কবরস্থানে দাফন করা হবে।
আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার রফিক-উল হক।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২১ অক্টোবর থেকে তাকে ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।
এর আগে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় ব্যারিস্টার রফিক-উল হককে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।