সুজানগরে এতিমখানায় কোরআন শরীফ উপহার দিল স্বেচ্ছাসেবী সংগঠন সৃষ্টিসেবা ফাউন্ডেশন
প্রকাশ :

স্রষ্ঠার সৃষ্টি, সেবায় মোদের দৃষ্টি ।
এই স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু হয়েছিলো "সৃষ্টিসেবা ফাউন্ডেশন" নামক সেচ্ছাসেবী সংগঠন।
করোনা কালিন সময়ে আমরা বিভিন্ন ভাবে সহযোগীতার চেষ্টা করেছি। তারই রেশ ধরে আজ হাজির হয়েছিলাম পাবনা জেলার সুজানগর থানার মানিকহাট ইউনিয়নের"খয়রান এতিমখনা লিল্লাহবোডিং নূরানী কওমী মাদ্রাসা" তে ।
আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু কোরআন উপহার হিসেবে পৌচ্ছে দিতে । এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদ হাসান, সহসভাপতি মুনসুর আলম ও রেজাউল হক, সাধারণ সম্পাদক রকিবুল হাসান, সহসাধারণ সম্পাদক জিয়াউল হক ও আতিকুর রহমান এবং সংগঠনের স্থানীয় সদস্য বিন্দু ।
সকলে মিলে প্রতিষ্ঠানটির শিক্ষকের হাতে কোরআন গুলো তুলে দেওয়া হয়।
শুধু এই নয়.... স্রষ্ঠা সৃষ্টিকে সেবা করার যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনটি পথ চলা শুরু করেছে, তা চলছে এবং চলবে বলে উল্লেখ করেন সংগঠনের নেতৃবৃন্দ.

কাদের সাহেব একজন বাচাল, উনার কোন কথাকেই পাত্তা দেই না :মির্জা ফখরুল

পুলিশ ছাড়া এই আওয়ামী বাকশালীরা একঘন্টাও ক্ষমতায় টিকে থাকতে পারবে না,এটা আমার চ্যালেন্জ :পাপিয়া

ব্যক্তিগত উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি
