এবারের বাজেট বাস্তবতা-বিবর্জিত: মির্জা ফখরুল
প্রকাশ :

নতুন অর্থবছরের বাজেটে তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একটি অপরিণামদর্শী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট পাস হয়েছে।’ বৃহস্পতিবার (২ জুলাই) নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্স ফখরুল এসব অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এবারের বাজেটকে অর্থনীতিবিদরা স্বপ্নবিলাস বলে আখ্যায়িত করেছেন। ’ তিনি বলেন, ‘সমালোচনা এড়াতেই অধিবেশন সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে বাজেট পাস করেছে সরকার। ’
বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশকে একটি লুটেরা আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করতে চলেছে। এই বাজেটে লুটপাটকারী, ধনিকশ্রেণি ও আমলাতন্ত্রনির্ভর অর্থনৈতিক দর্শনের আলোকে প্রস্তুত হয়েছে। তাদেরই স্বার্থরক্ষা করা হয়েছে।’ এবারের বাজেট ধুম্রজাল সৃষ্টির তামাশা ছাড়া আর কিছু নয় বলেও তিনি মন্তব্য করেন।

দাড়ি রাখা,নামাজ পড়ার জন্য যদি আমাকে কেউ শিবির বলে তাহলে আমি শিবির :ইশরাক হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি'র প্রার্থী ডা: শাহাদাত

মেয়র নির্বাচিত হলে যুবসমাজকে উজ্জীবিত করতে সিনেমা নির্মাণ করব :মেয়র প্রার্থী আতিক
