লালমনিরহাটে বজ্রপাতে নিহত ৪
প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতিবান্ধায় বজ্রপাতে চারজন নিহত হযেছেন। আহত হয়েছেন দুইজন।
নিহতরা হলেন, জাহিদুল (২৬), রাকিব (২৪), মন্টু মিয়া (৪০) ও আতি (৩৮)। বাদশা মিয়া ও শফিকুল নামে দুজন আহত হয়েছেন।
জাহিদুল ও রাকিবের বাড়ি পাটগ্রাম উপজেলার দহগ্রামে। জাহিদুলের বাবার নাম খন্দকার বালি। ইসলামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে রাকিব।
স্থানীয়রা জানায়, আজ ভোরে সাকোয়ো নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে জাহিদুল ও রাকিব নামে দুজন নিহত হন। আহত হন দুজন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, হাতিবান্ধা উপজেলার কালিবাড়ী বিলে আজ সকালে মাছ ধরতে যান মন্টু মিয়া ও আতি। বজ্রপাতে সকাল সাড়ে ৯টার দিকে তারা মারা যান।
মন্টু মিয়া ও আতির বাড়ি পূর্ববেজ গ্রামে। মন্টু মিয়ার বাবার নাম রমজান আলী। আতির বাবার নাম আব্দুল হামিদ।
হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

কাদের সাহেব একজন বাচাল, উনার কোন কথাকেই পাত্তা দেই না :মির্জা ফখরুল

পুলিশ ছাড়া এই আওয়ামী বাকশালীরা একঘন্টাও ক্ষমতায় টিকে থাকতে পারবে না,এটা আমার চ্যালেন্জ :পাপিয়া

ব্যক্তিগত উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি
