2020-06-02 02:31:04 pm

হলিউড সিনেমায় অভিনয় নিয়ে দীপিকার বক্তব্য

www.focusbd24.com

হলিউড সিনেমায় অভিনয় নিয়ে দীপিকার বক্তব্য

২৯ ফেব্রুয়ারী ২০২০, ২২:২৭ মিঃ

হলিউড সিনেমায় অভিনয় নিয়ে দীপিকার বক্তব্য

জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন তিনি।

২০১৭ সালে মুক্তি পাওয়া হলিউডের এক্সএক্সএক্স: রিটার্ন অব জান্ডার কেজ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এরপর আর কোনো পশ্চিমা সিনেমায় তাকে দেখা যায়নি। তবে হলিউডের দ্য ইন্টার্ন সিনেমার হিন্দি রিমেকে তাকে দেখা যাবে।

এক সাক্ষাকারে হলিউড সিনেমায় অভিনয় প্রসঙ্গে দীপিকা বলেন, সিনেমা ভারতীয় কিংবা আন্তর্জাতিক হিসেবে মূল্যায়ন করি না। এটি এমন একটি মাধ্যম যেখানে আমি নিজেকে প্রকাশ করতে পারি। এটা যদি ভারতের বাইরে হয় খুব ভালো। আবার যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে হলেও আমার সমস্যা নেই। আমার কাছে কনটেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জান্ডার কেজ সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, আমি জান্ডার কেজ সিনেমায় অভিনয় করেছি কারণ চরিত্রটি খুবই শক্তিশালী ছিল। হলিউডে অভিনয়ের জন্য তোড়জোড় করেছি তা কিন্তু নয়।

দীপিকার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ছাপাক। এই সিনেমায় অ্যাসিড সন্ত্রাসের শিকার এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর জন্য দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছেন দীপিকা।


প্রকাশক : এম. এস. ইসলাম মৃধা (সোহাগ)

সম্পাদক : এম এস ইসলাম মৃধা(সোহাগ)

৪ মহাখালী ডিওএসএস ঢাকা
ফোন : 01842373303, 01648373303
ইমেইল : news@news.com
(একটি মৃধা গ্রুপ এর প্রতিষ্ঠান।)