2020-06-02 02:42:06 pm

অর্থের লোভে পড়ে কেউ যেন আমার মত খারাপ পথে না আসে :সানি লিওন

www.focusbd24.com

অর্থের লোভে পড়ে কেউ যেন আমার মত খারাপ পথে না আসে :সানি লিওন

২০ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৫ মিঃ

অর্থের লোভে পড়ে কেউ যেন আমার মত খারাপ পথে না আসে :সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন। প্রাণীদের প্রতি তার ভালোবাসার বিষয়টি অনেক আগে থেকেই প্রকাশ করে আসছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে ভেগান ক্যাম্পেইন শুরু করেছেন সানি। এতে তিনি সবাইকে প্রাণীর চামড়ার ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন। 

ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) সংস্থার সঙ্গে মিলে একটি বিজ্ঞাপনও প্রকাশ করেছেন সানি। সেখানে দেখা যাচ্ছে, এই অভিনেত্রীর পিঠের চামড়া তুলে নেয়া হচ্ছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, প্রতি বছর চামড়া শিল্পের চাহিদা মেটাতে কোটি কোটি গরু, মহিষসহ অন্য প্রাণী হত্যা করে এগুলোর চামড়া নানা কাজে ব্যবহার করা হয়।

সানি লিওন বলেন, অনেক সুন্দর সুন্দর ভেগান জুতা, ব্যাগ এবং জ্যাকেট পাওয়া যায়, যা সবার পছন্দ হবে। পরিবেশের ক্ষতি করে প্রাণীদের চামড়া পরার কোনো কারণ নেই। এক বন্ধুর কাছে চামড়া শিল্পের নানা ভয়ঙ্কর তথ্য জেনে প্রাণীদের বাঁচিয়ে চামড়াজাত পণ্য পৃথিবী থেকে দূর করার শপথ নিয়েছি। আমার সঙ্গে যোগ দেয়ার জন্য ভক্তদের আহ্বান করছি।


প্রকাশক : এম. এস. ইসলাম মৃধা (সোহাগ)

সম্পাদক : এম এস ইসলাম মৃধা(সোহাগ)

৪ মহাখালী ডিওএসএস ঢাকা
ফোন : 01842373303, 01648373303
ইমেইল : news@news.com
(একটি মৃধা গ্রুপ এর প্রতিষ্ঠান।)