ঢাকা দক্ষিণে কদমতলীতে জয়বাংলা স্লোগান দিয়ে কেন্দ্র দখলের চেষ্টাকালে এলাকাবাসীর ধাওয়া
নিজস্ব প্রতিবেদক (মাস্টার বিডি):-
প্রকাশ :

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওয়ার্ডের কদমতলী থানা এলাকার হাজী শরীয়তুল্লাহ হাইস্কুলে ‘জয়বাংলা স্লোগান’ দিয়ে একদল যুবক প্রবেশ করে। এসময় এলাকাবাসী ও পুলিশ যুবকদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম ওরফে বাবু মাস্টার লোকজন নিয়ে ওই কেন্দ্রে যাচ্ছিলেন।
এসময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আকাশ কুমার ভৌমিকের লোকজন তাকে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা, হট্টগোল হয়েছে বলে জানান তিনি।

দাড়ি রাখা,নামাজ পড়ার জন্য যদি আমাকে কেউ শিবির বলে তাহলে আমি শিবির :ইশরাক হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি'র প্রার্থী ডা: শাহাদাত

মেয়র নির্বাচিত হলে যুবসমাজকে উজ্জীবিত করতে সিনেমা নির্মাণ করব :মেয়র প্রার্থী আতিক
